Dhaka ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাবতলীর মরহুমা হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি-২৫) দিনব্যাপী নানা কর্মসূচী মধ্যেদিয়ে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী কলাকোপায় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমার কবর জিয়ারত শেষে আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ সহ মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার পুত্র বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী এস.এ ইসলাম,  তার পুত্র তাসউইব তাজওয়ার ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র জোষ্ঠ পুত্র মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, সহমিনা আক্তার রুমা, মতিয়ার রহমান মাষ্টার প্রমূখ।

উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র সহধর্মীনি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র মাতা ছিলেন।

এছাড়াও সোমবার রাতে কলাকোপা বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা আয়োজনে ‘পাগড়ী প্রদান’ ও ‘ইসলামী জালসা’ ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গাবতলীর মরহুমা হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত

Update Time : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি-২৫) দিনব্যাপী নানা কর্মসূচী মধ্যেদিয়ে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী কলাকোপায় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমার কবর জিয়ারত শেষে আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ সহ মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার পুত্র বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী এস.এ ইসলাম,  তার পুত্র তাসউইব তাজওয়ার ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র জোষ্ঠ পুত্র মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, সহমিনা আক্তার রুমা, মতিয়ার রহমান মাষ্টার প্রমূখ।

উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র সহধর্মীনি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র মাতা ছিলেন।

এছাড়াও সোমবার রাতে কলাকোপা বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা আয়োজনে ‘পাগড়ী প্রদান’ ও ‘ইসলামী জালসা’ ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।