কক্সবাজারের চকরিয়ায় গ্রেফতার হওয়া সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের স্বীকারোক্তি মোতাবেক দেশীয় তৈরী এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।গত সোমবার ভোররাতে চকরিয়া থানা পুলিশ সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।নবী হোছাইন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কোরালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি হত্যা, ডাকাতি, পুলিশ এসল্ট ও গরু চুরিসহ বিভিন্ন মামলায় ওয়ারেণ্টভুক্ত আসামি নবী হোছাইনকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশ একটি কনভেনশন থেকে গ্রেফতার করে। পরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া বলেন, হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলা ও গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের হোতা নবী হোছাইনকে ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ চকবাজার এলাকা থেকে গ্রেফতার করে।তিনি আরও জানান, তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার একটি কলোনী থেকে দেশীয় তৈরী দুটি বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলা রয়েছে। কিছু মামলায় জামিনে থাকলেও অধিকাংশ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।