রাজশাহীর তানোর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন। মঙ্গলবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন অনারবী লেফটেন্যান্ট (অব) আফতাব উদ্দিন (আর্টিলারি)। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন। (অব) সার্জেন্ট হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌরসভার সাবেক আহবায়ক ফিরোজ কবির, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, পৌর ছাত্র দলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু প্রমুখ। এসময় উপজেলার সশস্ত্র বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলের দিকে চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভা ও সবার আগে বাংলাদেশ কনসার্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন।