তিস্তা পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের উলিপুরে নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর১২টায় উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথায় তিস্তা নদীর উপকন্ঠে সকাল থেকে সমাবেশে তিস্তা পারের মানুষের মহামিলন মেলায় পরিনত হয়।
জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বজরা, গুনাইগাছ, দলদলিয়া ও থেতরাই এই চারটি ইউনিয়ন তিস্তা নদী দ্বারা বেষ্ঠিত। এই চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিবছর খরায়-বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। বন্যার সময় ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি তিস্তা নদীর প্রবল ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হয়। অপরদিকে খরার সময় তিস্তার বুকচিরে জেগে উঠে ধু-ধু বালুচর। তিস্তার পানির ন্যায্য হিস্যা পেলে খরায়-বন্যায় এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
এ কারনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে হাজার হাজার নারী-পুরুষ সমাবেশে মিলিত হয়ে ন্যায্য দাবির পক্ষে আওয়াজ তোলেন “ জাগো বাহে তিস্তা বাচাই”।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হাবিব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান লাভলু প্রমুখ।