বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ সরকারি কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে কলেজ মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সারওয়ার হোসেন।
দুই দিনের উৎসবে বই, খাতা, কলম ও ক্যালেন্ডারসহ ২০০ এর অধিক উপকড়ন প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এছাড়া বই পড়ার জন্য পৃথক রিডিং কর্ণার স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রাকিব, অফিস সম্পাদক আজফারুল হক, নওগাঁ সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি ডিএম নওফেল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।