Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

লিংক:  বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই স্লোগানকে মামনে রেখে আগামি ১৯-২৫ ফেব্রয়ারি পর্যরÍ সিরাজগঞ্জ শহররক্ষা বা^ধ হার্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে মতাজ উন্নয়ণ মুলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকা। কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্বাউটস এর ব্যবস্থাপনায় ৭দিন ব্যাপী এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট,১৫শ স্বেচ্ছাসেবক কর্মকর্তঅসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে এই কমযেকায়। আর এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড.মোহম্মদ ইউনুস এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম এর রিপোর্ট…………

প্যাকেজ :

জানাগেছে,সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮জন সদস্য ১জন ইউনিট লিডারসহ মোট ৯ জন করে সদস্য। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্চা সেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন,পয়নিস্কাসন ও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এখন চলছে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সাজ সজ্জার কাজ।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘন্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নি নির্বাপন ও যেকোন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন সার্বক্ষনিক ভাবে কমডেকা সষ্ঠি ও সুম্দন ভাবে সম্পন্ন করার জন্য মনিটরিং করছেন বলে জানালেন এই স্কাউট বর্মভর্তা

ভক্সপপ : নাসির উদ্দিন ,সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস।

ভক্সপপ : শরীফুর ইসলাম শরীফ , স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,সিরাজগঞ্জ

ভক্সপপ : সিরাজুম মুনির ,উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ,সিরাজগঞ্জ।

কমডেকা রোভার স্কাউটদের জীবনের অন্যতম আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেখানে অংশগ্রহণকারী রোভার স্কাউটবৃন্দ নিজেদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন, পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন ও স্থানীয় জনসাধারণের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে। অংশগ্রহণকারীদের কাছে এবারের কমডেকাকে আকর্ষণীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে শিক্ষণীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কমডেকা প্রোগ্রাম করে নাম দেয়া হয়েছে  সেবাসমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি। ১৪টিরও বেশি চ্যালেঘ্জ অংশ নিয়ে রোভাররা তাদের শারিরীক ও মানষিক শক্তি দিয়ে এ কমডেকা মোকাবেলা করবে।

২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্র্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিলে এবং রাষ্ট্রপতি ড.বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে ওই কমডেকা উদ্বোধন করেছিলেন। আর সেই সময় থেকে এই স্থানটিকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ সেন্টার তৈরী জন্য বেছে নেয় কর্তৃপক্ষ। রোভার স্কাউটদের এমন আয়োজনে সিরাজগঞ্জ বাসির মধ্যে সারা ফেলেছে  ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

Update Time : ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

লিংক:  বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই স্লোগানকে মামনে রেখে আগামি ১৯-২৫ ফেব্রয়ারি পর্যরÍ সিরাজগঞ্জ শহররক্ষা বা^ধ হার্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে মতাজ উন্নয়ণ মুলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকা। কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্বাউটস এর ব্যবস্থাপনায় ৭দিন ব্যাপী এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট,১৫শ স্বেচ্ছাসেবক কর্মকর্তঅসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে এই কমযেকায়। আর এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড.মোহম্মদ ইউনুস এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম এর রিপোর্ট…………

প্যাকেজ :

জানাগেছে,সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮জন সদস্য ১জন ইউনিট লিডারসহ মোট ৯ জন করে সদস্য। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্চা সেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন,পয়নিস্কাসন ও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এখন চলছে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সাজ সজ্জার কাজ।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘন্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নি নির্বাপন ও যেকোন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন সার্বক্ষনিক ভাবে কমডেকা সষ্ঠি ও সুম্দন ভাবে সম্পন্ন করার জন্য মনিটরিং করছেন বলে জানালেন এই স্কাউট বর্মভর্তা

ভক্সপপ : নাসির উদ্দিন ,সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস।

ভক্সপপ : শরীফুর ইসলাম শরীফ , স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,সিরাজগঞ্জ

ভক্সপপ : সিরাজুম মুনির ,উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ,সিরাজগঞ্জ।

কমডেকা রোভার স্কাউটদের জীবনের অন্যতম আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেখানে অংশগ্রহণকারী রোভার স্কাউটবৃন্দ নিজেদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন, পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন ও স্থানীয় জনসাধারণের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে। অংশগ্রহণকারীদের কাছে এবারের কমডেকাকে আকর্ষণীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে শিক্ষণীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কমডেকা প্রোগ্রাম করে নাম দেয়া হয়েছে  সেবাসমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি। ১৪টিরও বেশি চ্যালেঘ্জ অংশ নিয়ে রোভাররা তাদের শারিরীক ও মানষিক শক্তি দিয়ে এ কমডেকা মোকাবেলা করবে।

২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্র্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিলে এবং রাষ্ট্রপতি ড.বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে ওই কমডেকা উদ্বোধন করেছিলেন। আর সেই সময় থেকে এই স্থানটিকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ সেন্টার তৈরী জন্য বেছে নেয় কর্তৃপক্ষ। রোভার স্কাউটদের এমন আয়োজনে সিরাজগঞ্জ বাসির মধ্যে সারা ফেলেছে  ।