নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) উদযাপিত হয়েছে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব, রক্তদান বাউষ্টের মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স এবং ফটোগ্রাফিক্স আই ক্লাবের কার্যক্রমের ওপর প্রদর্শনী, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্যদিয়ে শুভ সূচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় টি বারে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশন রংপুর এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড এর কমান্ডার এবং সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা (অব.), সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অব.), রেজিষ্ট্রার কর্নেল চৌধুরী মো. সাইফ উদ্দিন কাউসার, কোষাধ্যক্ষ লে. কর্নেল মো. শামীম রেজা (অব.) ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র কল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা এক প্রীতিভোজে মিলিত হন।
উল্লেখ্য, সৈয়দপুর সেনানিবাসে গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট)। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদে ১০টি বিষয়ে দুই হাজার ৭ শত শিক্ষার্থী অধ্যায়ন করছেন।