কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকতে পালংকি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ জুনায়েদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফিরবিল আলম মার্কেটের পালংকি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত জুনায়েদ জালিয়াপালং ইউপির ৬নং ওয়ার্ডের মোহাম্মদ আলমের পুত্র।নিহতের মামা মোস্তাফা কামাল জানান, জুনায়েদ পালংকি রেস্টুরেন্টে ওয়েটার পদে চাকরি করতো। সেদিন রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে তাকে চাকরি না আসার জন্য ম্যানেজার বারণ করেন। এছাড়াও লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়নি।প্রতিবেশীদের ধারনা চাকরি চলে যাওয়ার ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছে নাকি প্রেম ঘটিত বা অন্যকোনো কারণে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না। যার কারণে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। তার ব্যবহৃত মোবাইল উদ্ধারপূর্বক সঠিক ক্লু উদঘাটন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কারণে জুনাইদ আত্মহত্যা করতে পারে।এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনী পদক্ষেপের প্রক্রিয়া চলছে।