নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী তাতীঁদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি )সকালে জেলা তাতীঁদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এরপর বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান এলাকা থেকে বের হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ষ্টেশন রোডে শহর বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয়তাবাদী তাতীঁদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য আব্দুস ছামাদ বাবু, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহর ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ শুভ প্রমুখ।
জেলা তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বলেন, তাতীঁদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও আবুল কালাম আজাদ সদস্য সচিব হাজী মজিবর রহমানের এর বিরুদ্ধে একটি কু-চক্রি মহল সুনাম ক্ষুন্ন করার পায়তারা করছে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।