সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক থেকে ৫ টন নিষিদ্ধ পলেথিন জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরের দিকে হাইওয়ে পুলিশ হাটিকুমরুল গোলচত্বরে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলো- রাজশাহীর বাঘমাড়া উপজেলার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ট্রাক চালক কামরুল হাসান মিন্টু (২৮) ও একই গ্রামের মান্নানের ছেলে চালকের সহকারী আবদুল্লাহ আল মাহিদ (১৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানায় ওসি আব্দুর রউফ বলেন, মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলেথিনবাহী একটি ট্রাক ঢাকা হতে রাজশাহীর দিকে যাচ্ছিল । সংবাদ পেয়ে ট্রাকটি জব্দ করা হয়। এসময় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় ট্রাকে আনুমানিক ৫ টন নিষিদ্ধ পলেথিন রয়েছে। পরে পলেথিন বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।