টাঙ্গাইলের মির্জাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মির্জাপুর মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব। তিনি বলেন, যে জাতি গুণীজন ও ক্রীড়াবিদদের সম্মান দিতে পারেনা, সে জাতি উন্নতি করতে পারেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্মরণে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে তিনি আরো বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া পৃষ্ঠপোষক। তিনি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে কাজ করে গেছেন। তার জীবদ্দশায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অভাবনীয় উন্নয়ন হয়েছিলো।
ছিলোনা কোন দলীয়করণ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খেলার উন্নয়নে কাজ করেছেন। বিএনপি আগামীতে নির্বাচিত হতে পারলে মির্জাপুরে খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করা হবে। এই স্টেডিয়ামে ফ্লাডলাইট সংযুক্তকরণসহ মির্জাপুরে আরো স্টেডিয়াম তৈরি করা হবে। উদ্বোধনী বক্তব্যে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয় করণ করে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বলেন, এ অবস্থা থেকে উত্তরণ করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি’র নানামূখী পরিকল্পনা রয়েছে।আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ মির্জাপুর শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন দিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল,
টাঙ্গাইল জেলা জাসাস এর যুগ্ম সম্পাদক গাজী মাসুদ,উপজেলা কৃষক দলের আহব্বায়ক জাহাঙ্গীর মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহীন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম, সাধারন সম্পাদক শহিদুল রহমান শহিদ, উপজেলা জাসাস এর সাবেক সদস্য সচিব হাসেম রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর হোসেন, আব্দুর কাদের সরকার, উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধো প্রজন্ম দলের আহ্বায়ক রয়েল, যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়াসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে বিভন্ন দলের ম্যানেজার, কোচ এবং খেলোয়ারগণ উপস্থিত ছিলেন। মোট ৮ দলের অংশগ্রহনে এই টুর্নামেন্ট আগামী ২৫ ফেব্রুয়ারী পর্দা নামবে। উদ্বোধনী ম্যাচে ইচাইল উন্নয়ন ক্লাব মির্জাপুর এবং পাথরাইল একাদশ ফ্রেন্ডস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে।