নওগাঁ সাপাহারে কর্মরত সাংবাদিকদের সাথে আল হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ৪৬, নওগাঁ-১( সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি’২৫) বেলা ১১ টায় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী বলে সাংবাদিকদের অবগত করেন। তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনে হলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাই তিনি সকল সাংবাদিক বন্ধুগণের সার্বিক সহযোগিতা ও সত্য নিষ্ট এবং নিরপেক্ষ সাংবাদিকতার মনোভাব নিয়ে সব সময় সত্য প্রকাশের উদাত্ত আহ্বান জানান এ সময় স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকগণ সেখানে উপস্থিত ছিলেন।