হোমনায় ‘২৫ -এর তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বই মেলা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এই মেলার উদ্বোধন করেন।
পর অতিথিরা মেলা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি আহম্মেদ মোফাচ্ছের, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবদুল হক সরকার ও সাংবাদিক মো. কামাল হোসেন।
মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের বিশটি স্টল স্থাপন করা হয়।