জয়পুরহাটে ২১শে’ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। ২১ শে’র প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে সর্বস্তরের জনগন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ।
জেলা প্রশাসনের উদ্যোগে ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে
ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক শহীদ বেদিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল, জাতীয় পার্টি , সিভিল সার্জন অফিস, জয়পুরহাট সুগার মিলস, ফায়ার সার্ভিস, জয়পুরহাট প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ এসময় প্রশাসনের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদেরপ্রতি শ্রদ্ধা জানান।