মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। কর্মসুচির মধ্যে ছিল প্রথম প্রহরে শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৭ টায় প্রভাত ফেরী, সকাল ১০ টায় আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর ও সুবিধামত সময়ে ভাষা শহিদ দের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ের সুবিধামত সময়ে প্রার্থনা অনুষ্ঠান, সনদপত্র প্রদান,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করেণ জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল। ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা সেই চেতনা এ জাতির মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্র্রবাসনা। জাতীকে সে চেতনা ধারণ করতে হবে। জেলা বিএনপি, জেলা জাসদ, মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ দিবস পালন করে।
শিরোনাম :
মাগুরায় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
-
সাইদুর রহমান,মাগুরা বিশেষ প্রতিনিধি:
- Update Time : ০৮:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৩ Time View
Tag :
আলোচিত