নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ তিন দিনব্যাপী ‘সতীর্থ বইমেলা- ২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলো মাঠে সন্ধায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সরোয়ার রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও সতীর্থ বইমেলা-২০২৫ আয়োজন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু, লেখক ও সাংবাদিক ওয়াহেদ সরকার, কবি শেখ ওমর আলী প্রমূখ। এবারের একুশের বইমেলায় প্রকাশিত মেলায় সৈয়দপুরের লেখক ওয়াহেদ সরকাররে লেখা ‘সৈয়দপুরের ইতিহাস ও ঐতিহ্য ‘ শেখ ওমর আলীর লেখা কবিতার বই ‘২৪ অন্তে প্রথম রক্ত ফাগুন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও সতীর্থ বইমেলা-২০২৫ আয়োজক কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু জানান এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এছাড়া বইমেলায় থাকছে চিত্রকর্ম প্রদর্শনী, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও প্রতিদিন সাংস্কৃতিক সন্ধা এছাড়া সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।