গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চলমান বাজার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশকে সফল করতে কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ওভার ব্রিজ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়ে পৌর মার্কেটের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা যাতে কোনোভাবে পুনর্বাসিত হতে না পারে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান। এছাড়া ন্যূনতম সময়ে সংস্কার কাজ সেরে দ্রুত নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হাজী আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. হানিফ মিয়া, সাইদুল হাসান শাহিন, শাহআলম হিমেল, বিএনপি নেতা শাহজাহান মোল্লা চেয়ারম্যান, শফিকুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদ মোল্লা, পৌর যুব দলের আহবায়ক মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. সাইজুদ্দিন শাজু প্রমুখ।