নীলফামারীর সৈয়দপুরে রিকশায় ওড়না পেঁচিয়ে রোকসানা (৫০) নামে এক মহিলা রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে। তিনি শহরের হাতিখানা ক্যাম্পের বাসিন্দা মোক্তার হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, হাতিখানা ক্যাম্পের বাসা থেকে ওই নারী রিকশা করে ডায়াবেটিকস চেকআপের জন্য বাসা থেকে বের হন। পথিমধ্যেই রিকশার চাকায় ওড়না পেচিয়ে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাত পেলে স্বজনরা শহরের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।