কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সোনালী ব্যাংকের সাবেক জিএম মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক এমএনএ মরহুম হাজী আবুল হাশেমের ছেলে দাতা আবদুল মঈন অনুষ্ঠান উদ্বোধন করেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা সাইদুল হক, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. শহিদ উল্লাহ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যাপক মো. শাহ আলম জাহাঙ্গীর, ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক মো. ফারুক আহাম্মদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহ আলম এবং কাস্টমস কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হাসান জাকি, যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, মিজানুর রহমান, শেফালী বেগম, আবদুল আজিজ সাব মিয়া, শাহজাহান মোল্লা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসী এই বিদ্যালয়টিকে কলেজে রুপান্তরের দাবি জানান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।