আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম রোমাঞ্চকর দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। তবে লড়াই নিয়মিত দেখা না গেলেও, উত্তেজনার কমতি থাকে না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। রোববার (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎকণ্ঠার যেন শেষ নেই। কে জিতবে এই ম্যাচে তা নিয়ে ক্রিকেটপ্রেমীরা ইতোমধ্যেই বিশ্লেষণ শুরু করে দিয়েছেন।
পরিসংখ্যানের দিক দিয়ে কে এগিয়ে:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৩ বার, ভারত ২ বার। তবে আইসিসির অন্যান্য ইভেন্টে ভারতের আধিপত্য স্পষ্ট।
ওয়ানডে বিশ্বকাপে দুই দল ৮ বার মুখোমুখি হয়েছে, সবক’টিতে জয় ভারতের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জয় ভারতের।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এগিয়ে, যা বাবর আজমদের আত্মবিশ্বাসী রাখছে।
এদিকে এই ম্যাচ পাকিস্তানের জন্য বাঁচা-মরার। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে বাবর আজমের দল।
পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ পেসনির্ভর কৌশলের কথা জানিয়ে বলেন,প্রত্যেক দলই নিজেদের শক্তির ওপর নির্ভর করে। আমাদের শক্তি পেস বোলিং। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আলাদা উত্তেজনা নিয়ে আসে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ দুপুর ৩টায়, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সর্বশেষ ২০১৭ আসরে এই দুই দল ফাইনালে লড়েছিল, যেখানে জয় পেয়েছিল পাকিস্তান। এবার ভারত নামছে দুর্দান্ত ফর্মে আগের আসরের শোধ নেওয়ার লক্ষ্যে।