Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খোলামেলা ছবিতে ট্রলের মুখে রাজ-শুভশ্রী

  • বিনোদন ডেস্ক:
  • জন দেখেছেন : ০১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৬০৭ Time View

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাদের প্রেম রীতিমতো ঈর্ষায় ফেলবে অন্যান্য তারকা দম্পতিদের।

যখন টলিপাড়ায় ডিভোর্স-বিচ্ছেদের ছড়াছড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যাবে। দুই সন্তানের মা-বাবা হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসায় কোনও কমতি নেই।

গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। আর এইদিন রাতের পার্টিতে পরিচালক স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন শুভশ্রী।

ভালোবাসা প্রকাশ করার দিক থেকে রাজ-শুভশ্রীর জুড়ি মেলা ভার। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে লিপ কিস-এর একাধিক ছবি তারা পোস্ট করে থাকেন। যা নিয়ে ট্রোল-সমালোচনা কম হয় না।

এবারেও তার ব্যতিক্রম হল না। রাজের বার্থডে নাইটে তারকা দম্পতি তাদের আরবানার বিলাসবহুল ফ্ল্যাটেই ছোট পার্টির আয়োজন করেছিলেন। আর সেখানেই দেখা গেল রাজ-শুভশ্রীকে কালো রঙের ম্যাচিং পোশাকে।

বার্থডে পার্টি থেকে শুভশ্রী দুটো ছবি পোস্ট করেন। যেখানে একটা ছবিতে দেখা গেছে রাজের বহুলগ্না শুভশ্রী। আর একটি ছবিতে দেখা গেছে রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন শুভশ্রী।

ছবি পোস্ট হতেই যেমন প্রশংসা পেয়েছে টলিউড তারকাদের কাছে তেমনি ট্রোল করতে ছাড়েননি অনেকেই। কেউ লিখেছেন, ছিঃ ছিঃ। আবার কেউ লিখেছেন, দিদি এবং দাদা বলছি ওই অবধি থেমে থাকবেন না, এগিয়ে যান, মানুষ আপনাদের পেছনে আছে! আবার কেউ লিখলেন, কিস করলেই সম্পর্ক ভালো এটাই দেখাতে চায়। তবে এসব ট্রোল নিয়ে খুব একটা পাত্তা দিতে নারাজ রাজ ও শুভশ্রী দুজনেই। তারা বরাবরই দুঃসাহসিক প্রেমে বিশ্বাসী। এর আগেও দুজনের লিপলকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, কে কী বলল সেটা ভেবে তো আর বৌকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না। তাই রাজ-শুভশ্রীর চুমু এভাবেই চলতে থাকে। এটা ভালোবাসারই বহিঃপ্রকাশ।

জন্মদিন উপলক্ষ্যে রাজের সঙ্গে ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খোলামেলা ছবিতে ট্রলের মুখে রাজ-শুভশ্রী

জন দেখেছেন : ০১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাদের প্রেম রীতিমতো ঈর্ষায় ফেলবে অন্যান্য তারকা দম্পতিদের।

যখন টলিপাড়ায় ডিভোর্স-বিচ্ছেদের ছড়াছড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যাবে। দুই সন্তানের মা-বাবা হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসায় কোনও কমতি নেই।

গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। আর এইদিন রাতের পার্টিতে পরিচালক স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন শুভশ্রী।

ভালোবাসা প্রকাশ করার দিক থেকে রাজ-শুভশ্রীর জুড়ি মেলা ভার। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে লিপ কিস-এর একাধিক ছবি তারা পোস্ট করে থাকেন। যা নিয়ে ট্রোল-সমালোচনা কম হয় না।

এবারেও তার ব্যতিক্রম হল না। রাজের বার্থডে নাইটে তারকা দম্পতি তাদের আরবানার বিলাসবহুল ফ্ল্যাটেই ছোট পার্টির আয়োজন করেছিলেন। আর সেখানেই দেখা গেল রাজ-শুভশ্রীকে কালো রঙের ম্যাচিং পোশাকে।

বার্থডে পার্টি থেকে শুভশ্রী দুটো ছবি পোস্ট করেন। যেখানে একটা ছবিতে দেখা গেছে রাজের বহুলগ্না শুভশ্রী। আর একটি ছবিতে দেখা গেছে রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন শুভশ্রী।

ছবি পোস্ট হতেই যেমন প্রশংসা পেয়েছে টলিউড তারকাদের কাছে তেমনি ট্রোল করতে ছাড়েননি অনেকেই। কেউ লিখেছেন, ছিঃ ছিঃ। আবার কেউ লিখেছেন, দিদি এবং দাদা বলছি ওই অবধি থেমে থাকবেন না, এগিয়ে যান, মানুষ আপনাদের পেছনে আছে! আবার কেউ লিখলেন, কিস করলেই সম্পর্ক ভালো এটাই দেখাতে চায়। তবে এসব ট্রোল নিয়ে খুব একটা পাত্তা দিতে নারাজ রাজ ও শুভশ্রী দুজনেই। তারা বরাবরই দুঃসাহসিক প্রেমে বিশ্বাসী। এর আগেও দুজনের লিপলকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, কে কী বলল সেটা ভেবে তো আর বৌকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না। তাই রাজ-শুভশ্রীর চুমু এভাবেই চলতে থাকে। এটা ভালোবাসারই বহিঃপ্রকাশ।

জন্মদিন উপলক্ষ্যে রাজের সঙ্গে ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।