“সমৃদ্ধ হোক প্রন্থাগার-এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী সুনামধণ্য প্রতিষ্ঠান শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) পাঠাগারের নিজস্ব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত পাঠাগারের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু। উক্ত পাঠাগারের প্রয়াত আজীবন সদস্যদের বিদাহী আতœার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে সভার কার্যক্রম শুরু করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সহিদার রহমান মানিক, পাঠাগারের সাধারণ সম্পাদক আনজারুল হক, সহ-সভাপতি মোজাফ্ফর আলী, কোষাধক্ষ্য শেখর চন্দ্র সাহা, সহ-সম্পাদক রওশন রশিদ, আজীবন সদস্য রবিউল আলম, মাঝহারুল আলম কিসলু, শরিফুল ইসলাম মানিক, সাজ্জাদ চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাঠাগারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। পাঠাগারটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত করা হয়, বর্তমানে সেখানে ৩৪৭ জন সদস্য রয়েছে। সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ পাঠাগার হিসাবে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার স্বীকৃতি লাভ করে।