রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মালার মোড় নামক স্থানে বিসমিল্লাহ কোল্ড স্টোরে আলু সংগ্রহের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ-উপলক্ষ্যে শনিবার বিকেলের দিকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিসমিল্লাহ হিমাগারের এমডি মোঃ বজলুর রশিদ হাতিনান্দা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকও বিসমিল্লাহ কোল্ড ষ্টোর মসজিদের পেশ ইমাম হাফেজ মুস্তাফিজুর রহমান, বারোঘরিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, ছাঐড় বালিকা স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, সাইফুল ইসলাম প্রমুখ।
বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বজলুর রশিদ বলেন, এই হিমাগারটি নির্মাণ হওয়ার কারনে এলাকায় আলু চাষ বৃদ্ধি পেয়েছে । হিমাগারে প্রতিদিন নিম্মে ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে আসছেন , এবং অনেকের কর্মসংস্থান হয়েছে।
নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারনে বিগত বছরের ন্যায় এ মৌসুমেও আলু সংগ্রহের উদ্ধোধন করতে পেরেছি। এ মৌসুমে হিমাগারের লক্ষ মাত্রা ধরা হয়েছে ২০হাজার মেট্রিক টন অথ্যাৎ চার লাখের কিছু বেশি আলুর বস্তা রাখা যাবে । আসা করছি আলু চাষি ব্যবসায়ীরা সর্বাত্মক সুযোগ সুবিধা পাবে এখান থেকে । হিমাগারে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে যাতে করে কোনভাবেই আলু নষ্ট না হয় এবং চাষীরা যেন সর্বাত্মক সেবা পায়। অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন বিসমিল্লাহ কোল্ড ষ্টোরের ম্যানেজার হেলাল উদ্দিন। উক্ত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, বিসমিল্লাহ কোল্ড ষ্টোর মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান। এসময় এলাকার আলু চাষী, ব্যবসায়ী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।