বিরাট কোহলি মানেই আইসিসির যেকোনো টুর্নামেন্টে পাকিস্তানের যম। চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে আবারও প্রমাণ করলেন কোহলি। ফর্মহীনতায় ভুগতে থাকা এই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে তুলে নিলেন এক সেঞ্চুরি। আর তার সেঞ্চুরিতে হাইভোল্টেজ ম্যাচে হেসেখেলে জিতল ভারত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ৪৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এই জয়ে এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত। আসরে নিজেদের দুই ম্যাচের দুটোতেই জিতেছে রোহিত শর্মার দল।
এদিকে, পাকিস্তান এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে। আসরে নিজেদের ২ ম্যাচের দুটোতেই হেরেছে তারা। কাগজে-কলমে এখনও টিকে থাকলেও বাস্তবতার নিরিখে খুব একটা আশা নেই মোহাম্মদ রিজওয়ানদের।
মাঝারি লক্ষ্যতাড়ায় আজও শুরুটা ভালো করেছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩১ রান। শাহিন আফ্রিদির দুর্দান্ত এক বলে রোহিত বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। তবে চাপে পড়েনি ভারত। বিরাট কোহলি এবং শুভমান গিলের ব্যাটে পাওয়ারপ্লেতে ৬৪ রান করে ভারত।
পাওয়ারপ্লের পরেও স্বাভাবিক গতিতে এগোচ্ছিল ভারত। তবে ইনিংসের ১৮তম ওভারে শুভমান গিলকে ফিরিয়ে কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করেন আবরার আহমেদ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান গিল আজ করেছেন ৪৬ রান।
তবে কোনো চেষ্টাই কাজে আসেনি। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১১৪ রানের জুটি গড়েন কোহলি। ওই জুটিতেই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য। ফিফটি তুলে নেন কোহলি এবং শ্রেয়াস আইয়ার দুজনেই। ফিফটির পর তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন আইয়ার। খুশদিল শাহের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরে আইয়ারকে সাজঘরে ফেরান ইমাম উল হক।
পাঁচে নেমে হার্দিক পান্ডিয়া খেলেছেন কেবল ৬ বল। ৮ রান করে ফেরেন তিনি। তবে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিলেন কোহলি। দলের যখন ২ রান দরকার, তখন দৃষ্টিনন্দন এক চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।