নীলফামারীর সৈয়দপুরে আপন দুবোনকে জুসের সাথে নেশাজাতীয় ওষুধ খাইয়ে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। অচেতন অবস্থায় ওই দুই বোনকে চিকলি নামক এলাকা থেকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৩ ফেব্রুয়ারি) মামলা করেছেন বাবা মাসুদ পারভেজ। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলার এজাহারে জানা যায়, সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা মাসুদ পারভেজের দুই মেয়ের একজন সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণিতে এবং অপরজন কারিগরী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী। ২২ ফেব্রুয়ারি শহরের রংধনু বিনোদন পার্কে বেড়াতে যায় তাঁরা। পরে সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় একটি অটো রিকশাতে ওঠলে প্রতিবেশী ফকিরা ডেকোরেশনের মালিক ফকর উদ্দিন ওরফে ফকিরার ছেলে কামরুদ্দিনও (৩৫) ওই অটোরিকশায় ওঠে। কিছুদিন আসার পর জুসের সাথে ওষুধ মিশিয়ে খেতে দেয় তাদের। একই এলাকার হওয়ায় তারা দুবোনে জুস খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। ওইসময় তাদের সাথে থাকা সাড়ে ১২ হাজার টাকার মোবাইল ফোন ও শ্লীলতাহানি ঘটায়।
পরে দুজনকে কামারপুকুরের চিকলি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখিয়া উন্নত চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সাথে আসামি ধরার জোর চেষ্টা চলছে।
(শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কামরুদ্দিন)