উলিপুরেজমি সংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছর বয়সী মরিয়ম বেগম নামের এক বৃদ্ধার মূখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।বর্তমানে ওই বৃদ্ধা রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারঠারি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ ২ দিন অতিবাহিত হলেও থানায় মামলা রুজু করেনি পুলিশ। থানা পুলিশের ভাষ্য অধিকতর তদন্তের স্বার্থে মামলা রুজু হয়নি।
অভিযোগ সুত্রে জানা গেছে ঐ গ্রামের আবু তালেবের ছেলে মন্জু মিয়া(৪৮) এর সাথে প্রতিবেশি আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম রানু(৪৮) এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার মন্জু মিয়ার ছোট ভাইমজনুু মিয়া (৩৮) বাড়ির পাশে মাছ ধরে বাড়িতে ফিরছিল এ সময় রানুর বাড়ির সামনে পৌছাইলে মজনু মিয়ার সাথে রানুর পরিবারের ঝগরাঝাটিসহ মারপিটেরে ঘটনা ঘটে। এ সময় মজনুর মা মরিয়ম ও স্ত্রী শিউলি এগিয়ে আসলে উভয় পক্ষে মারপিটের ঘটনা ঘটে।
এ সময় রানুর হাতে থাকা বোতলে এসিড নিক্ষেপ করে মরিয়মের মূখ ঝলসে দেয় বলে অভিযোগে জানা যায়। ঐ সময় প্রতিবেশীরা মরিয়মকে উদ্ধার করে প্রথমে উলিপুর স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তীতে কুড়িগ্রাম অত:পর অবস্থার অবনতির কারনে মরিয়মকে রংপুরে রেফার্ড করা হয়। গত শনিবার রাতে থানায় অভিযোগ হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি। এ ঘটনায় প্রতিপক্ষ রফিকুল ইসলাম রানু এসিড নিক্ষেপের ঘটনা ঘটেনি বলে জি নিউজ কে জানায়। ওদিকে, উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, ওই দিনেই অভিযোগ পেয়েছি, অধিক তদন্তের জন্য মামলা হয়নি।