নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে হেরেছেন। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
এই ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে কিউইরা। একই সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতেরও। নানা সমীকরণের এই ম্যাচে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন এনেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অন্যদিকে, ড্যারিয়েল মিচেল অসুস্থ থাকায় খেলছেন স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ দলও তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আগের ম্যাচে অসুস্থ থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। আর পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে ফেরানো হয়েছে গতিময় পেসার নাহিদ রানাকে।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রোক।