Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবীতে রেললাইন অবরোধ, যাত্রীদের দুর্ভোগ 

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেল স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রেন স্টেশন ও শিক্ষার্থীরা সুত্রে জানা গেছে, গত ৫ জুলাইয়ের পর বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু এই নামটি পছন্দ করেনি শিক্ষার্থীদের। তারা এই নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবী জানিয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ দাবী জানান শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গত কিছুদিন ধরে বিক্ষোভ ও মানববন্ধন করেও আসছেন। এসব কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা কখনো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আবার কখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে তারা পাশের হাইটেক সিটি রেল স্টেশনের সামনে অবস্থান করে। এসময় তারা রাজশাহী-জয়দেবপুর রেললাইন অবরোধ করে রেখেছেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রারা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল। পরে তারা সেটা ছেড়ে দিয়েছেন। তবে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবীতে রেললাইন অবরোধ, যাত্রীদের দুর্ভোগ 

Update Time : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেল স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রেন স্টেশন ও শিক্ষার্থীরা সুত্রে জানা গেছে, গত ৫ জুলাইয়ের পর বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু এই নামটি পছন্দ করেনি শিক্ষার্থীদের। তারা এই নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবী জানিয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ দাবী জানান শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গত কিছুদিন ধরে বিক্ষোভ ও মানববন্ধন করেও আসছেন। এসব কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা কখনো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আবার কখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে তারা পাশের হাইটেক সিটি রেল স্টেশনের সামনে অবস্থান করে। এসময় তারা রাজশাহী-জয়দেবপুর রেললাইন অবরোধ করে রেখেছেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রারা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল। পরে তারা সেটা ছেড়ে দিয়েছেন। তবে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।