Dhaka ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

রাজশাহীর পুঠিয়ায়  (টিসিবি) কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

এলাকাবাসী জানায়, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীর বিএনপি নেতা মিঠুন মোল্লা ও বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সমর্থক ইউপি সদস্য রফিকুল মেম্বারের মধ্যে টিসিবি কার্ডের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিঠুনের নাকের উপর কাঁচি দিয়ে আঘাত করে রফিকুল মেম্বার। পরে সেখান থেকে  তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় পরে ক্ষিপ্ত হয়ে মিঠুন মোল্লার সমর্থকরা এরই জেরে রোববার বেলা ১১টার দিকে রফিকুলকে বিড়ালদহ মাজারের সামনের মহাসড়কের ওপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে ওই মেম্বারকে। পরে তাকে আহত অবস্থায়  উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রফিকুলের সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। এর ফলে দুই পাশে দুই কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল দুপুর ১.২৫ মিনিটে উপস্থিত হয়ে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করলে সব পালিয়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন,  কোন পক্ষের লোকই এখনো পযর্ন্ত অভিযোগ করেনি ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জাতীয়তাবাদী যুবদলের নেতা হত্যা মামলার আসামি রায়হান তালা উপশহর থেকে গ্রেপ্তার

পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

জন দেখেছেন : ০৭:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীর পুঠিয়ায়  (টিসিবি) কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

এলাকাবাসী জানায়, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীর বিএনপি নেতা মিঠুন মোল্লা ও বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সমর্থক ইউপি সদস্য রফিকুল মেম্বারের মধ্যে টিসিবি কার্ডের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিঠুনের নাকের উপর কাঁচি দিয়ে আঘাত করে রফিকুল মেম্বার। পরে সেখান থেকে  তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় পরে ক্ষিপ্ত হয়ে মিঠুন মোল্লার সমর্থকরা এরই জেরে রোববার বেলা ১১টার দিকে রফিকুলকে বিড়ালদহ মাজারের সামনের মহাসড়কের ওপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে ওই মেম্বারকে। পরে তাকে আহত অবস্থায়  উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রফিকুলের সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। এর ফলে দুই পাশে দুই কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল দুপুর ১.২৫ মিনিটে উপস্থিত হয়ে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করলে সব পালিয়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন,  কোন পক্ষের লোকই এখনো পযর্ন্ত অভিযোগ করেনি ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।