প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি’ এমন প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটায় একটিভিস্টা বরগুনা নামে অর্ধশতাধিক যুবদের নিয়ে প্লাস্টিক বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা এগারোটা দিকে পাথরঘাটা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে গোল চত্বর এসে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতা এনএসএস এই র্যালি ও আলোচনা সভা বাস্তবায়ন করে।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চদ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরে সিওসিও কর্মকর্তা সাদিয়া তুলি। জলবায়ু খ্যাত যোদ্ধা ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী মেহেদী সিকদার, পাথরঘাটা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সেলিম খলিফা, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ।
একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. লিমন বিশ্বাস, একশনএইড বাংলাদেশ এর প্রতিনিধি ইন্সপিরেটর নিধি চাকমা, এন এস এস এর প্রোজেক্ট অফিসার রুমা বেগম সহ বরগুনা এনএসএস ও একশনএইড এর যুব দল এক্টিভিস্টা।