সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় সহিদুল ইসলাম ফিরোজ (৪৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার শহরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউষ্ট) এর সন্নিকটে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পৈতৃক বাড়ি নওগাঁর মহদেবপুরে। ব্যবসার কাজে সৈয়দপুর শহরের কাজীপাড়ায় থাকতেন।
এলাকাবাসী জানায়, ওই ব্যবসায়ী মোটরসাইকেল যোগে পার্বতীপুর থেকে সৈয়দপুরে আসার সময় তেলবাহী একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন এবং মাথার মগজ বেরিয়ে যায। ঘাতক তেলবাহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোঃ জহুরুল ইসলাম খোকন