সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও রাসুলকে (সা.) নিয়ে কটূক্তি এবং ধর্ম অবমাননাকারী রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও সোহেল হাসান গালিবকে গ্রেফতারের দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিক্ষোভ মিছিল, র্যালি ও সমাবেশের করা হয়। এসময় রোজাদার স্ত্রীকে উপর্যুপরী ধর্ষণের দায়ে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলা সভাপতি হাফেজ রাকিব হাসান, সাধারন সম্পাদক মহিব্বুল্লাহ, পৌর সভাপতি মোঃ রুহান প্রমুখ।
এসময় হাফেজ রাকিব হাসান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে আপনি চেয়ার পেয়েছেন এর যথাযথ মর্যাদা না রাখতে পারলে আপনি চেয়ার ছেড়ে দিন। যতদিন পর্যন্ত পূর্ব থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে অস্ত যাবে ততদিন পর্যন্ত মুসলমানদের জানমাল ও তাদের ধর্মের নিরাপত্তা দিতে হবে।
বক্তব্যের একপর্যায়ে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাকিব হাসান দাবি করেন দ্রুত সময়ের মধ্যে এই রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেপ্তার করতে হবে।
এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সহ র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবি করে সমাবেশ শেষ করে তৌহিদী ছাত্র জনতা।