কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। গত সোমবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং জোরদারকরণ,বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা ও বিদ্যুৎ সাশ্রয়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: টিটু চন্দ্র শীল,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক সুব্রত বিশ্বাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।এসময় পদস্থ সরকারি কর্মকর্তা,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি বন্ধে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা,লবণ পরিবহনের গাড়িতে মোটা পলিথিন ব্যবহার নিশ্চিত করা,মেরিন ড্রাইভসহ বিভিন্ন সড়ক আলোকিত করণ,বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।