গাজীপুরের কালিয়াকৈরে প্রায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি, দখলবাজিসহ নানা অপকর্ম। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির মুখে জনমনেও বিরাজ করছে আতঙ্ক। ফলে এসব অপকর্ম বন্ধের মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় নানা উদ্যোগ গ্রহণ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তবে পুলিশের এমন উদ্যোগে শৃঙ্খলা বজায় হলে স্বস্তি ফিরবে জনমনেও।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ বিভিন্ন থানা ত্যাগ করলে চরম ভাবে ভেঙ্গে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নানা চাপের মুখে পুলিশ কর্মস্থলে ফিরলেও তাদের কার্যক্রম একেবারেই মন্থর। এর সুযোগে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিনিয়িত চুরি, ছিনতাই, ডাকাতি, দখলবাজ, দখল বাণিজ্যসহ নানা অপকর্ম ঘটছে। এসব অপকর্মের মধ্যে সবচেয়ে বেশি সংগঠিত হচ্ছে বাসাবাড়ি ও সড়কগুলোতে চুরি, ছিনতাই ও ডাকাতি। কখনো কখনো ডাকাতির কবলে পড়ছেন মাহফিলের হুজুর বক্তাগণও। এসব অপকর্মের শিকার
হয়ে সর্বস্ব হারিয়েছেন অনেক পরিবার। এলাকাবাসী ও পুলিশের হাতে বিভিন্ন সময় ছিনতাই ও ডাকাত ধরা পড়লেও সেটা খুবই অপ্রতুল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদের নেতৃত্বে ভেঙ্গে পড়া বিটপুলিশিং কার্যক্রম সচল করার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে বিটপুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও সড়কে টহল পুলিশের ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার বিকেলেও কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে মতবিনিময় সভা করে পুলিশ। ওই সভায় পুলিশ কোনো এলাকায় অচেনা লোকজনের আনাঘোনা দেখা গেলে ওই অপরিচিত ব্যক্তিকে আটক করে পুলিশে সংবাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এসব মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুলিশ যদি আইন প্রয়োগ না করতে পারে তা হলে শান্তিশৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভবনা নেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে, পুলিশ নিরপরাধ ব্যক্তিকেও আটক করে কারো কারো চাপের মুখে তাকে আদালতে পাঠানো হয়। এসব কাজ থেকে বেড়িয়ে এসে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারো চাপে কাউকে গ্রেপ্তার করলে হবে না। তাহলে শান্তি শৃঙ্খলা উন্নতির কোনো সম্ভবনা থাকবে না। তবে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশ সেবাই সক্রিয় ভুমিকা রাখলে শান্তিসহ আইন শৃঙ্খলার উন্নতি হবে বলেও জানিয়েছেন বক্তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এসব অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পুলিশের একার পক্ষে উপজেলার সকল স্থানে শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়, সকলের সহযোগীতায় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব। আর স্বস্ব স্থান থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। তবে এসব অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।