নওগাঁয় ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকে ও শিক্ষার্থীরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। সম্প্রতি এ নিয়ে উচ্চ আদালতে করা রিট দ্রুত খারিজ করতে হবে। মানহীন বে-সরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাহিরে কোনো প্রকার ওষুধ বিক্রি করতে পারবে না। পাশাপাশি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ক্রয় করাসহ ৫ দফা দাবির প্রত্যেকটি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য: এর আগে, রোববার থেকে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা।