মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আব্দুল আলীম মাহমুদ ও ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার। অন্যরা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
ওএসডি হওয়া পুলিশ সদস্যদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার।