নওগাঁর পোরশায় হেরোইনসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মিছুর ছেলে ফটিক ইসলাম(৩৫), নওগাঁ সদরের ইকরতারা গ্রামের আশরাফুল ইসলাম বাবুর ছেলে নাহিদ হাসান (৩২), মহাদেবপুর উপজেলার মাতাজী হাট গ্রামের রতনের স্ত্রী সুমি আক্তার (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সাজাদা বেগম (৪০)।
গোপন সংবাদ পেয়ে গত সোমবার সন্ধায় উপজেলার সারাইগাছী এলাকা থেকে র্যাব-৫ এর সিপিসি-৩ টিম ১৫৮গ্রাম হেরোইন ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও মাদক বিক্রির নগদ- ৬৫০টাকাসহ ঐ ৪জনকে আটক করে।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, আটকৃত ফটিক ইসলাম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতো এবং নাহিদ, সুমি ও সাজেদার মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর গোয়েন্দা দল ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদা এর গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদাকে উপজেলার সারাইগাছী এলাকা থেকে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।