দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে বিরামপুরের মির্জাপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে সিনিয়র শিক্ষক শামীম-উর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক ময়নুল ইসলামের সভাপতিত্বে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, বিশেষ অতিথি ও ছাত্র অভিভাবক মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক (আইসিটি) মিজানুর রহমান মিজান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৪ইং সালের বার্ষিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করে সিনিয়র শিক্ষক (মাওলানা) এমদাদুল হক।