প্রকাশ থাকে যে,সুন্দরগঞ্জের আমগঞ্জ সিনিয়ার ফাজিল মাদ্রাসার ইংরেজী বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার লাবনী নামে কোন স্যার/মেডাম আছে এটা আপনার কাছ থেকে ১ম শুনলাম।একই মাদ্রার সিনিয়র শিক্ষক মোঃমকবুল হোসেন,,ও,,আবু বক্কর সিদ্দিকের সাথে,,তারা পৃথক,পৃথক ভাবে জানান যে,ফারজানা আক্তার লাবনী নামে আলীমের একজন ইংরেজির শিক্ষক আছে শুনেছি,,গতবছর মে মাসে একদিন এসেছিলেন,,প্রিন্সিপাল হুজুরের রুমে ঘন্টা খানেক থেকে হাজিরা খাতা স্বাক্ষর করে ওই যে চলে গেছেন,সেদিন থেকে আর দেখিনি।এ ছাড়াও কথা হয় এলাকার অনেকের সাথে তারা এ নামের কোন শিক্ষককে চিনেন না।এ ব্যাপারে জানার জন্য প্রিন্সিপাল আ-ন-ম-মোজাম্মেল হকের মোবাইল ফোনে বহুবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।মাদ্রাসার সভাপতির ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সাথে। তিনি জানান,যে,,ফারজানা আক্তার লাবনী(ইনডেক্স নং( Moo51633) নামের কোন শিক্ষককে আমি ছুটি দেইনি,,আর কোনতথ্য জানিনা।তবে হ্যাঁ যদি এমনটা হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
শিরোনাম :
সুন্দরগঞ্জে শিক্ষকের কাণ্ড: ৩বছর হতে স্বামীর সাথে ঢাকায় থেকেও নিয়মিত বেতন উত্তোলন
-
একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি (গাইবান্ধা):
- Update Time : ০৭:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- ১৪৬ Time View
Tag :
আলোচিত