কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে চৌরাস্তা ঘুরে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার’ -এ প্রতিপাদ্যের ওপর পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. শামীম, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সাইদুর প্রমুখ।