Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আনিসুল হক ৬ দিনের, বাকিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে

আওয়ামী লীগ সরকারের আমলের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হককে ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত, রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা আলাদা আলাদা দুই মামলায়। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড ও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব এ আদেশ দেন। সকালে তাদের বিরুদ্ধে রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। পরে শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। একই থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও ৩ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। এছাড়া, যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দিপু মনি, সাবেক এমপি হাজী সেলিম ও আব্দুল্লাহ আল জ্যাকবসহ ৬ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন চলাকালে অর্থ মদদদাতা ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন আসামিরা। জিহাদ হোসেন হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন (২২)। এরপর আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনকে এজাহারনামীয় আসামি করে গত ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। ওয়াসিম শেখ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ওয়াসিম শেখ। এদিন সন্ধ্যা ৭টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার গত ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩ জনকে এজাহারনামীয় আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এদিকে যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে গুলশান থানার মামলায় সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আনিসুল হক ৬ দিনের, বাকিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে

Update Time : ০৩:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

আওয়ামী লীগ সরকারের আমলের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হককে ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত, রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা আলাদা আলাদা দুই মামলায়। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড ও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব এ আদেশ দেন। সকালে তাদের বিরুদ্ধে রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। পরে শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। একই থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও ৩ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। এছাড়া, যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দিপু মনি, সাবেক এমপি হাজী সেলিম ও আব্দুল্লাহ আল জ্যাকবসহ ৬ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন চলাকালে অর্থ মদদদাতা ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন আসামিরা। জিহাদ হোসেন হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন (২২)। এরপর আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনকে এজাহারনামীয় আসামি করে গত ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। ওয়াসিম শেখ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ওয়াসিম শেখ। এদিন সন্ধ্যা ৭টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার গত ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩ জনকে এজাহারনামীয় আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এদিকে যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে গুলশান থানার মামলায় সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়।