Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার,ট্রাক জব্দ

গাজীপুরের কালিয়াকৈরে ১২ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগার মহাদেবপুর থানার খাজুর দক্ষিণ ওরা এলাকার হুমায়ুন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান(২৪) ও সিলেটের জোকিগঞ্জ থানার ইলাবাজ এলাকার আজিজুর রহমানের ছেলে আবিদুর রহমান (২৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবেশ দুষণকারী পথিথিন বার বার নিষিদ্ধ করা হলেও জমজমাট চলছে এর ব্যবহার। আর নিষিদ্ধ পলিথিন বিক্রি করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসা চক্র। এই নিষিদ্ধ পলিথিন ব্যবহার শেষে যত্রতত্র ফেলার কারণে মারাত্বক ভাবে হুমকির মুখে পরিবেশের ভারসাম্য। কিন্তু কোনো ভাবেই যেন থামানো যাচ্ছে না এই নিষিদ্ধ পলিথিন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার একটি ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন ঢাকার চকবাজার থেকে ছেড়ে আসে। ওই নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাকটি উত্তরবঙ্গের গাইবান্দার দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় হাইওয়ে থানার একদল পুলিশ বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অভিযান চালায়।

অভিযান চালাকালে সন্দেহ হলে মালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২০-৯৮০৭) থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক ও তার সহযোগী। পরে ধাওয়া দিয়ে সকাল সোয়া ৭টার দিকে ওই মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় সিপি কারখানার সামনে ট্রাকটি আটক করে পুলিশ। এসময় ট্রাকে তল্লাসী চালিয়ে ১৭৫টি প্লাষ্টিকের বস্তায় ১২ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। এসময় ওই ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক মোস্তাফিজুর রহমান ও তার সহযোগী আবিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নাওজোড় হাইওয়ে থানার এসআই শাহিন শেখ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরিবেশ সংরক্ষণ আইন/১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(১) টেবিলের ৫ এবং তৎসহ কুয়া রশিদ প্রদান পূর্বক প্রতারণা করা উদ্দেশ্যে জালিয়াতির আশ্রম গ্রহণ করায় পেনাল কোড ১৮৬০ এর ৪৬৮ ধারার অপরাধে তাদের নামে এ মামলা দায়ের করা হয়।

এব্যাপারে কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খান জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকারক। এ নিষিদ্ধ পলিথিন বহন করায় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় বিদেশী জাহাজে চুরির প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ জন কে আটক করেছে কোস্টগার্ড

কালিয়াকৈরে বার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার,ট্রাক জব্দ

Update Time : ০৭:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে ১২ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগার মহাদেবপুর থানার খাজুর দক্ষিণ ওরা এলাকার হুমায়ুন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান(২৪) ও সিলেটের জোকিগঞ্জ থানার ইলাবাজ এলাকার আজিজুর রহমানের ছেলে আবিদুর রহমান (২৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবেশ দুষণকারী পথিথিন বার বার নিষিদ্ধ করা হলেও জমজমাট চলছে এর ব্যবহার। আর নিষিদ্ধ পলিথিন বিক্রি করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসা চক্র। এই নিষিদ্ধ পলিথিন ব্যবহার শেষে যত্রতত্র ফেলার কারণে মারাত্বক ভাবে হুমকির মুখে পরিবেশের ভারসাম্য। কিন্তু কোনো ভাবেই যেন থামানো যাচ্ছে না এই নিষিদ্ধ পলিথিন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার একটি ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন ঢাকার চকবাজার থেকে ছেড়ে আসে। ওই নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাকটি উত্তরবঙ্গের গাইবান্দার দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় হাইওয়ে থানার একদল পুলিশ বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অভিযান চালায়।

অভিযান চালাকালে সন্দেহ হলে মালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২০-৯৮০৭) থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক ও তার সহযোগী। পরে ধাওয়া দিয়ে সকাল সোয়া ৭টার দিকে ওই মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় সিপি কারখানার সামনে ট্রাকটি আটক করে পুলিশ। এসময় ট্রাকে তল্লাসী চালিয়ে ১৭৫টি প্লাষ্টিকের বস্তায় ১২ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। এসময় ওই ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক মোস্তাফিজুর রহমান ও তার সহযোগী আবিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নাওজোড় হাইওয়ে থানার এসআই শাহিন শেখ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরিবেশ সংরক্ষণ আইন/১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(১) টেবিলের ৫ এবং তৎসহ কুয়া রশিদ প্রদান পূর্বক প্রতারণা করা উদ্দেশ্যে জালিয়াতির আশ্রম গ্রহণ করায় পেনাল কোড ১৮৬০ এর ৪৬৮ ধারার অপরাধে তাদের নামে এ মামলা দায়ের করা হয়।

এব্যাপারে কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খান জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকারক। এ নিষিদ্ধ পলিথিন বহন করায় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।