রাজশাহীর তানোরে নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে, তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জন সেবায় স্থানীয় সরকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা সহ অনেকে।
শেষে ২৫ ফেব্রুয়ারি ‘‘জাতীয় শহিদ সেনা দিবস’’ উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।