ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিচারও ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে জয়পুরহাট সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবে তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে তারা সংগঠনের নতুন কমিটির সকল সদস্যদের নাম প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ বলেন, ফ্যাসিবাদ উৎখাত হলেও ফ্যাসিবাদের শেকড় মরে নাই। শেকড় এখনও জীবিত আছে। ছিনতাই কারী এবং ধর্ষক হিসেবে আসার চেষ্টা করছে তারা। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপের দিকে যাচ্ছে। যেভাবে অবনতি হচ্ছে এর সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে চাই এবং সে যদি তার অবস্থান থেকে ব্যর্থ হয়, আমরা চাই তার অবস্থান থেকে পদত্যাগ করুক।
এসময় নবগঠিত কমিটির বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সদস্য সচিব মুবাশশির আলী শিহাব, মুখ্য সংগঠক এহছান আহম্মেদ নাহিদ, মুখপাত্র শাহিনুর আলম, যুগ্ম আহ্বায়ক মইনুল হাসান রিসালাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, সংগঠক তাসনিম ফেরদৌস, তাবাসসুম জামান, রতন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে নবগঠিত কমিটির সকলের নাম প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ। ওই কমিটিতে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী এ এস এম মুবাশশির আলী ওরফে শিহাবকে সদস্য সচিব, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী এহছান আহম্মেদ নাহিদকে মুখ্য সংগঠক ও ক্ষেতলালের সরকারি সাঈদ আলতাফুন্নেসা কলেজের শিক্ষার্থী শাহিনুর আলমকে মুখপাত্র করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া এ কমিটিতে ২৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।