কক্সবাজারের মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পুজা উপলক্ষে শিবদর্শন ও ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু । প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চর্তুদশী তিথিতে দেবাদিদেব শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন করে থাকে।আদিনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাহুল চক্রবর্তীর দেওয়া তথ্য মতে, এ বছর শিব চতুর্দশী পুজার মূল দর্শনের লগ্ন নির্ধারিত হয়েছে (২৬ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০ টা ১১ মিনিটে শিব চতুর্দশী পূজা শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৯ মিনিটে শেষ হবে। তবে মূল পর্বের পরেও ৩ দিন ব্যাপী পুজা ও দর্শন উৎসব চলবে।গত মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন প্রান্তের পূজারীরা আদিনাথ মন্দির স্থিত মৈনাক পর্বতের পাদদেশে আসতে শুরু করেছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৫ পর্যন্ত শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হবে।
এ মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে। প্রতিবছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ভুটান, শ্রীলংকা ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী আসেন এ মন্দিরে। বাঙালির লোকজ সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য বহন করা এ মেলা উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরাও এসে জমায়েত হয়।মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেদায়েত উল্যাহ বলেন, শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠ, সুন্দর ও নিরাপত্তার সাথে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনিকভাবে সকল প্রকার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।গত ১০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে আদিনাথ মন্দির কমিটির সকলের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্তক্রমে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৮৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । এছাড়াও অত্র পুজা ও মেলা অনুষ্ঠানের যাবতীয় আয়-ব্যয় হিসাব নিরীক্ষণ ও বিভিন্ন কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলকে প্রধান উপদেষ্টা, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহকে সভাপতি, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদকে মেলা সুপার, মাস্টার পথিক চন্দ্র দেকে সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য পলাশ কান্তি দে- স্বেচ্ছাসেবক প্রধান, আদিনাথ মন্দির হিসাব রক্ষণ কর্মকর্তা লক্ষীচরন দে- অর্থ সম্পাদক, ব্যবসায়ী রতন কান্তি দে- সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সুর্য দে শুভকে প্রচার সম্পাদক করে ১৮৪ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও উপ-কমিটি হিসেবে আইন শৃঙ্খলা উপ-কমিটি, মেলায় দোকান ব্যবস্থাপনা ও টোল আদায় উপ-কমিটি, ব্যয় ও বিভিন্ন দ্রব্যাদি ক্রয় উপ-কমিটি, দান বাক্স তদারকি উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, অডিট/নিরীক্ষা উপ-কমিটি, অর্ঘ্য/টেবিল চাঁদা আদায়ের উপ-কমিটি, নৈবেদ্য তদারকি উপ-কমিটি, আপ্যায়ন ও খাবার ব্যবস্থাপনা উপ-কমিটি, নিলাম উপ-কমিটি, মহোৎসব উদযাপন উপ-কমিটি, সাজ সজ্জা-পানি সরবরাহ-পয়ঃ নিস্কাশন ব্যবস্থাপনা উপ-কমিটি, যান চলাচল ও তদারকি উপ-কমিটি সহ স্বাস্থ্য সেবা উপ-কমিটি গঠন করা হয়েছে।মহেশখালী থানার ওসি ও মেলা সুপার কায়সার হামিদ বলেন, শিব চতুর্দশী পূজা ও মেলার নিরাপত্তায় পুলিশের একটি টিম সার্বক্ষনিক নিয়োজিত থাকবে।