আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে কক্সবাজারে সকল নিত্যপণ্যের সরবরাহ ও বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান মাসে সকল প্রয়োজনীয় পন্যের সরবরাহ স্বাভাবিক এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ, চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, সাংবাদিক মাহবুবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমসহ অনেকে বক্তব্য রাখেন।এ সময় র্যাব, পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও পৌরসভার কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এ ছাড়া সভায় মাংস, ডিম, ছোলা, গ্যাসসহ সকল নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণ রাখা, বাজারের যানজট নিরসন, ভোক্তাসাধারণের নির্বিঘ্নে চলাচল ফুটপাত দখলমুক্ত করণ, নির্বিঘ্নে ইফতার, সেহেরী, তারাবি নামাজের অংশ নেয়াসহ বাজার মনিটরিং এর সিদ্ধান্ত নেওয়া হয়।