দেশব্যাপি নেওয়া গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার বন বিভাগের উদ্যোগে গাছ থেকে মাসব্যাপি পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল সাকিব।এতে সভাপতিত্ব করেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন।এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ। অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করতে বিশেষ ভূমিকা রাখেন কক্সবাজারের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।এসময় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, বুধবার থেকে সারা দেশে একযোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।যা মাসব্যাপী চলমান থাকবে এবং আগামী ২৬ মার্চ পর্যন্ত সামাজিক বন বিভাগ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সড়ক-মহাসড়কের পাশে থাকা গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। একই সঙ্গে মানুষ যাতে গাছে পেরেক না মারে সেই জন্য সচেতন করা হচ্ছে বলে জানান তিনি।