মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নামে দুইজন নিহত হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায়।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে টুটুল একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলের মৃত্যু হয় হাবিবের। আর হাসপাতালে নেওয়ার মারা যান টুটুল। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।