বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ। এ দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম। এসময় শিক্ষার্থী শাকিল হোসেন, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন, সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি টোটালি স্বৈরাচার, এক পাক্ষিক একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের হাত ধরে জয়পুরহাটে আন্দোলনের সফলতা এসেছে, তাদেরকে বাদ দিয়ে দুর্নীতিবাএএদের একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে বাসায় মিটিং করে তারা এই কমিটি গঠন করেছে। এখানে কিছু টোকাই পোলাপান ও ছাত্রলীগের কিছু সাবেক নেতাদের নিয়ে কমিটিটি গঠন করা হয়েছে। যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাদেরকে সাথে নিয়ে মতামতের ভিত্তিতে একি কমিটি করার কথা ছিল। কিন্তু সেটি না করে একতরফা কমিটি ঘোষণা জরা হয়েছে। এই কমিটি আমরা অবাঞ্চিত করছি।
আরেক ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন বলেন, অত্যন্ত হতাশার সাথে জানাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা প্রথম সারিতে ছিলাম। বিজয়ের দিন পর্যন্ত পাহাড়ের মতো ভূমিকা পালন করেছি, তাদেরকে বাদ রেখে একটি কমিটি ঘোষণা হরা হয়েছে। এই কমিটি সম্পূর্ণ ভুয়া, আজ সন্ধ্যার বাতিল করতে হবে। না করলে আমরা আন্দোলন গড়ে তুলবো।
এ প্রসঙ্গে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ বলেন, জেলা কমিটি ঘোষণা নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। যারা আন্দোলনের সময় আমাদের সাথে ছিল এবং পরবর্তী সময়েও যারা সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে তারা আমাদের সাথে আছে। এছাড়াও যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, আমরা তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।