সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় ভাংচুর ও বিস্ফোরক আইনে গ্রেফতারকৃত সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিনদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার তাকে শাহজাদপুর আমলী আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মোঃ আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা এম এ মুহিতের বাড়িতে হামলা ভাঙচুরের মামলায় পুলিশ চয়ন ইসলামের দশ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামীকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
সাবেক এমপি চয়নের আইনজীবী মোস্তাফিজুর রহমান সবুজ জানান, চয়ন ইসলামের জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানীতে জামিন ও রিমান্ড নামঞ্জুর করে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত তা বাতিল করে তিনদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচনকালে ড. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় সাবেক এমপি চয়ন ইসলামকে গত ১০ই ফেব্রুয়ারী রাতে গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।